ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মহিলা সমিতিতে টানা দুদিন ‘ক্লোজেট ল্যান্ড’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
মহিলা সমিতিতে টানা দুদিন ‘ক্লোজেট ল্যান্ড’

ঢাকা: অপেরা নাটকের দলের ১৫তম প্রযোজনা ‘ক্লোজেট ল্যান্ড’। ১৪ ও ১৫ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটকটির নবম ও দশম প্রদর্শনীর আয়োজন করেছে নাট্যদলটি।

 

দুই চরিত্রের নাটকটিতে রয়েছে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, শিশু নির্যাতন, ক্ষমতার অপব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়।  

নাটকের গল্পে এক শিশুসাহিত্যিক মুখোমুখি হন একজন নাম না-জানা জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তার। এ কর্মকর্তা ও বন্দী সাহিত্যিকের কথোপকথন যত গভীরে যেতে থাকে, ততই উন্মোচিত হতে থাকে অনেক অজানা বিষয়।  

নাট্যকার রাধা ভরদ্বাজের আলোচিত ইংরেজি নাটক ক্লোজেট ল্যান্ড-এর বাংলা অনুবাদ করেছেন নাহিদ স্মৃতি। নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ সাব্বির। অভিনয়ও করেছেন তারা দুজন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।