ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাইকেল জ্যাকসনের ভাই গায়ক টিটো মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
মাইকেল জ্যাকসনের ভাই গায়ক টিটো মারা গেছেন

পপসম্রাট মাইকেল জ্যাকসনের ভাই ও ‘জ্যাকসন ৫’ ব্যান্ডের অন্যতম সদস্য টিটো জ্যাকসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সামাজিকমাধ্যমে টিটো র মৃত্যুর খবর জানিয়েছেন তার সন্তানেরা।

এক ইনস্টাগ্রাম পোস্টের বিবৃতিতে টিটোর তিন ছেলে (তাজ, টেরিল ও টিজে) লেখেন, ভারাক্রান্ত হৃদয়ে আমরা ঘোষণা করছি যে, আমাদের প্রিয় বাবা, রক অ্যান্ড রোল, হল অব ফেমখ্যাত টিটো জ্যাকসন আর আমাদের মাঝে নেই। আমরা হতবাক, ব্যথিত ও হৃদয়বিদারক।

বিবৃতিতে আরও লেখা হয়েছে, আমাদের বাবা একজন অবিশ্বাস্য ব্যক্তি ছিলেন, যিনি প্রত্যেকের ব্যাপারে যত্নশীল ছিলেন এবং মঙ্গল চাইতেন।

এই গায়কের মৃত্যুর কোনো কারণ এখনও জানা যায়নি বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

এই শিল্পীর ছেলেরা আরও বলেছেন, আমাদের বাবা সবসময় বলতেন ‘একে অপরকে ভালবাসো’- এই বার্তা তিনি প্রচার করেছেন জীবনভর।

প্রসঙ্গত, টিটো ও তার ভাই জ্যাকি, জার্মেইন, মারলন মিলে মাইকেল জ্যাকসনের সঙ্গে অসংখ্য শোয়ে পারফর্ম করেছেন। সম্প্রতি ব্যান্ডের একটি কনসার্টের জন্য টিটো জার্মানির মিউনিখে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।