ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হলেন জাকির হোসেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হলেন জাকির হোসেন ফাইল ফটো

ঢাকা: নবগঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য নিযুক্ত হয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু।  

২২ সেপ্টেম্বর এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এর অধীনে নতুন ১৫ সদস্যের সার্টিফিকেশন বোর্ড গঠনের ঘোষণা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সার্টিফিকেশন বোর্ড গঠনের মধ্য দিয়ে পূর্ববর্তী চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল হলো।

বোর্ডের অন্যান্য বিশেষজ্ঞ সদস্যরা হলেন, কাজী হায়াত, খিজির হায়াত খান, কাজী নওশাবা আহমেদ, তাসমিয়া আফরিন মউ, রফিকুল আনোয়ার রাসেল, জাহিদ হোসেন এবং ইকবাল এহসানুল কবির। বোর্ডের বাকি সাত সদস্যের মধ্যে ছয়জন সরকারি কর্মকর্তা, যারা পদাধিকার বলে বোর্ডে দায়িত্ব পালন করবেন।

নবগঠিত সার্টিফিকেশন বোর্ড দেশীয় এবং বিদেশী চলচ্চিত্র বিভিন্ন দর্শক শ্রেণির জন্য মূল্যায়ন করবে এবং উপযুক্ত রেটিং দেবে (যেমন ইউ, জি, পিজি, এম, ১৮+, ইত্যাদি প্রতীকের মাধ্যমে)। এছাড়াও, চলচ্চিত্রের আধেয় পরিবর্তন না করে এর শৈল্পিক অখণ্ডতা নিশ্চিত করা এবং প্রদর্শন সময়সূচি বিষয়ে দিক-নির্দেশনা দেওয়াও হবে বোর্ডের অন্যতম প্রধান কাজ।

ড. রাজু ‘বাংলাদেশ সিনেমা অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি’ বইটির লেখক, যা রুটলেজ কর্তৃক প্রকাশিত এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নিয়ে প্রথম গবেষণাধর্মী মনোগ্রাফ হিসেবে প্রশংসিত হয়েছে। ২০০৪ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে চলচ্চিত্র গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আইইউবির কিং সেজং ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বও পালন করছেন।

তিনি ২০২৩ সালে ৮০তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতায় নেটপ্যাক জুরির সভাপতিত্ব করেন এবং ২০১৫ ও ২০২০ সালে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও একই দায়িত্ব পালন করেন।  

তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের সহ-সভাপতি এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাবেক সভাপতি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।