ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকার কনসার্টের আগে নতুন অ্যালবামের ঘোষণা পাকিস্তানের ‘জাল’ ব্যান্ডের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
ঢাকার কনসার্টের আগে নতুন অ্যালবামের ঘোষণা পাকিস্তানের ‘জাল’ ব্যান্ডের

অ্যাসেনের আয়োজনে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামে এক কনসার্টে শুক্রবার (২৭ জুলাই) ঢাকায় গাইবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল ‘জাল’। জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপনে দেশের দুটি ব্যান্ডকে নিয়ে তারা গান শোনাবে বাংলাদেশের শ্রোতাদের।

এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাজির হন দলের ভোকাল গওহর মুমতাজ। এসময় তিনি নতুন অ্যালবামের ঘোষণা দেন।  

তিনি জানান, প্রায় এক দশক পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডটি। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘বারিশ’।  

গওহর মুমতাজ বলেন, ‘বারিশ’ জালের নতুন অ্যালবাম, এটি আসছে ১০ বছর পর। এখানে সেই অ্যালবামের নাম ঘোষণা করলাম। পরেরবার যখন ঢাকায় আসব, তখন ‘বারিশ’র গান শোনাবো আপনাদের।  

‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টটি পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় অনুষ্ঠিত হবে। জাল ব্যান্ডের জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপনী এই কনসার্ট। এতে আরও গাইবে বাংলাদেশের ব্যান্ড ভাইকিংস ও অর্থহীন। একই সঙ্গে ভাইকিংস ব্যান্ডের ২৭ বছর পূর্তি উদযাপান করা হবে এই কনসার্টে।

সংবাদ সম্মেলনে ভাইকিংস ব্যান্ডের ভোকাল তন্ময় তানসেন বলেন, একটা ব্যান্ডের ২৭ বছর (ভাইকিংস ব্যান্ডের) পার করাটা বিশাল ব্যাপার। আমাদের আয়োজন ভিন্ন, প্রস্তুতি ভিন্ন, আমরা খুব এক্সাইটেড।

শুক্রবারের এই কনসার্টের মাধ্যমে দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন (বেসবাবা সুমন)। তার ফেরা প্রসঙ্গে অর্থহীন ব্যান্ডের সদস্য মার্ক বলেন, ব্যাক করাটা ওনার (সুমন) কাছে একটা বড় প্রেসার হয়ে যাচ্ছে। তবে তিনি এখন ভালো আছেন। আমরা কনসার্টটি নিয়ে অনেক এক্সাইটেড, কারণ এটা আমাদের কামব্যাক কনসার্ট। জালের সঙ্গে গান গাওয়াটাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার। অর্থহীন তাদের বেস্টটা দিতে যাচ্ছে এই কনসার্টে।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে সংবাদ সম্মেলনে আনন্দ চৌধুরী বলেন, ‘আদাত’ অ্যালবামের ২০ বছর, ভাইকিংসের ২৭ বছর উদযাপন করা হবে। জাল কষ্ট করে এসেছে, অর্থহীনের সুমন ভাই মঞ্চে উঠতে রাজি হয়েছেন, এতকিছুর অংশীদার হয়ে আমাদের বেশ ভালো লাগছে।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬,  ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।