ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কী ছিলে আমার বলো না তুমি’ গানের শিল্পী মনি কিশোরের মরদেহ মিলল রামপুরার বাসায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
কী ছিলে আমার বলো না তুমি’ গানের শিল্পী মনি কিশোরের মরদেহ মিলল রামপুরার বাসায় মনি কিশোর

রাজধানীর রামপুরার বাসা থেকে ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।   শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রামপুরা টিভি সেন্টারের পেছনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) খান আব্দুর রহমান।

তিনি বলেন, রাত ১০টার দিকে ওই বাসার মালিক জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে যায় পুলিশ এবং কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করে।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩ থেকে ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাদতন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাসার মালিকের বরাত দিয়ে খান আব্দুর রহমান বলেন, সকাল থেকে বাসার মালিক কণ্ঠশিল্পী মনি কিশোরের ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। তখন ফোন খোলা ছিল। রাতে আবার চেষ্টা করে ফোন বন্ধ পাওয়ায় তিনি তার ফ্ল্যাটে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ পান। পাশাপাশি সেখান থেকে বিকট গন্ধ পাওয়ায় তিনি জরুরি নম্বরে কল দিয়ে জানান।

মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত অডিওতে চুটিয়ে কাজ করেছেন।

তার জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তার সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তারই সুর করা, তারই লেখা। ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এনএটি/এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।