ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিনদিনের ওয়েডিং ফেস্টিভ্যাল, অংশ নেবেন জনপ্রিয় তারকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
তিনদিনের ওয়েডিং ফেস্টিভ্যাল, অংশ নেবেন জনপ্রিয় তারকারা

দেশের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ড। আসছে ১৫ থেকে ১৭ নভেম্বর মিরর ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিনের আয়োজনে অনুষ্ঠিত হবে।

সবার জন্য উন্মুক্ত রেখে হোটেল ওয়েস্টিনের বলরুমে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি।  

আয়োজনের কর্ণধার শাহজাহান ভূইয়া রাজু জানান, দেশের জনপ্রিয় তারকারা এই আয়োজনে অংশ গ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছে- মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দিঘী, সাবিলা নূর, সাফা কবির, ফারিন খান, বারিশ হকসহ অনেকেই।

তিনি আরও জানান, আয়োজনে থাকবে এক্সিবিশন, সেলিব্রেটি শো, ব্রাইডাল ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আরও থাকবে র‍্যাফেল ড্র, ইনফ্লুয়েন্সারদের এনগেজমেন্ট, বর-কণের মিলনমেলার পেজেন্টেশনরের ব্যবস্থা।

এছাড়া ক্রেতাদের জন্য বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শাড়ি ও লেহেঙ্গা, জুয়েলারি ছাড়াও বিয়ের নানা রকম পণ্যও পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।