ঢাকার আর্মি স্টেডিয়ামে ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার দর্শক উপভোগ করেছেন ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। তিন দিনব্যাপী লোক সংগীতের সবচেয়ে বড় এই আসর নিয়ে সারা বছর অপেক্ষায় থাকেন ঢাকাসহ সারা বাংলাদেশের মানুষ।
কিন্তু ২০২০ সালে করোনা এবং পরবর্তীতে নিরাপত্তার জেরে আর অনুষ্ঠিত হয়নি ফোক ফেস্টের কোনো আসর। তবু প্রতি বছর শীত এলেই ‘ফোক ফেস্ট’ নিয়ে চাউর হয় গুঞ্জন!
এ বছর ‘ফোক ফেস্ট’ আয়োজন নিয়ে একটু জোরেসোরেই চাউর হয় গুঞ্জন। রোববার (২৭ অক্টোবর) এলো আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা!
আন্তর্জাতিক ফোক ফেস্ট’ তরফে এদিন ঘোষণা দেওয়া হয়, আবার হবে শেকড়ের গান। ফিরে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।
সান কমিউনিকেশনস এর পক্ষে এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বলেন, বিগত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের বহু প্রশ্নের সম্মুখিন হয়েছি। কেন ফোক ফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিলো না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর।
তানভীর জানান, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আর্মি স্টেডিয়ামে অনুমতি পেয়েছি বলে এখন তারিখ ঘোষণা করছি, জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর।
তিনি জানান, খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে ফোক ফেস্ট সম্পর্কে বিস্তারিত জানানো হবে। কারা এবার শিল্পী থাকছেন, শ্রোতা দর্শকরা কীভাবে রেজিস্ট্রেশন করবেন- সব প্রক্রিয়া সংবাদ সম্মেলনে জানানো হবে।
লোকসংগীত বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যে হাজার বছর ধরে প্রবাহমান। সংগীতের এ ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এনএটি