ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শিল্পকলায় গাইবেন ‘আওয়াজ উডা’ গানের হান্নান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
শিল্পকলায় গাইবেন ‘আওয়াজ উডা’ গানের হান্নান

ছাত্র-জনতার আন্দোলনে বেশ বড় ভূমিকা রেখেছেন র‌্যাপাররা। এমনকি ‘আওয়াজ উডা’ গানের জন্য গ্রেপ্তারও হয়েছিলেন র‌্যাপার হান্নান হোসাইন শিমুল।

সময়ের আলোচিত এই র‌্যাপার এবার গাইবেন শিল্পকলার মঞ্চে!

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে আগামী শুক্রবার (৮ নভেম্বর) একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আওয়াজ উড়া’। এখানেই পারফর্ম করবেন র‌্যাপার হান্নান, ব্যান্ড ‘এফ মাইনর’সহ আরও অনেকে।

শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠান উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি); বিশেষ অতিথি হিসেবে থাকবেন সামসি আরা জামান (বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

জুলাইয়ে ছাত্র-আন্দোলন শুরু হলে র‍্যাপার হান্নান হোসাইন গেয়েছিলেন ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান। গানটি ইউটিউব ও ফেসবুকে মুক্তির পর তুমুল আলোচনা তৈরী হয়। পরে নারায়ণগঞ্জ থেকে এই গানের জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ। নেওয়া হয় দুদিনের রিমান্ডে। সরকার পতনের পর ৬ আগস্ট বিকেলে হান্নানকে মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।