ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আত্মহত্যা করলেন অভিনেতা নীতিন চৌহান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
আত্মহত্যা করলেন অভিনেতা নীতিন চৌহান! নিতীন চৌহান

ভারতের টেলিভিশন অভিনেতা নিতীন চৌহান মারা গেছেন। মৃত্যুর সময় এই অভিনেতার বয়স হয়েছিল ৩৫ বছর।

তবে তার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। নিতীনের সহশিল্পীর তথ্য অনুযায়ী, আত্মহত্যা করেছেন এই তরুণ অভিনেতা।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিতীন চৌহান। বলা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। তবে তার আত্মহত্যার কারণ এখনো প্রকাশ্যে আসেনি।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘তেরা প্যায়ার হুঁ ম্যাঁয়’ ধারাবাহিকে নিতীনের দুই সহশিল্পী সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ নিতীনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কিন্তু এর বাইরে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন।

সামাজিকমাধ্যমে নিতীনের সহশিল্পী বিভূতি ঠাকুরের এক পোস্ট অনুযায়ী, অভিনেতা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

জানা গেছে, নিতীনের মৃত্যুর খবর পেয়ে তার বাবা আলিগড় থেকে মুম্বাইতে এসেছেন। তিনি নিতীনের মরদেহ আলীগড়ে নিয়ে যাবেন বলে জানা গেছে। আর সেখানেই তরুণ এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

নিতীনের মৃত্যুকে ঘিরে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি। মুম্বাই পুলিশ এ মামলার তদন্ত করছে।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের আলীগড়ের ছেলে নিতীন একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’-তে জয়ী হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন নিতীন। ‘স্পিলটসভিলা’র সিজন পাঁচের বিজেতাও তিনি।

এ ছাড়া ‘জিন্দেগি ডট কম’, ‘ক্রাইম পেট্রোল’, ‘ফ্রেন্ডস’সহ আরও শোতে দেখা গিয়েছিল তাকে। ২০২২ সালে টেলিভিশন শো ‘তেরা প্যায়ার হুঁ ম্যাঁয়’তে নিতীনকে শেষ দেখা গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।