ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ মারা গেছেন  

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ মারা গেছেন  

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (১৮ নভেম্বর) মারা গেছেন কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’র  ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করা বাঙালি অভিনেত্রী উমা দাশগুপ্ত। বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এ অভিনেত্রী।

তিনি কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় পরিচালিত ১৯৫৫ সালের ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রে ‘দুর্গা রায়’ চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।

উমা দাশগুশের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতের তারকারা গভীর শোক প্রকাশ করেছেন।

তৃণমূল কংগ্রেস নেতা এমপি এবং লেখক কুনাল ঘোষ ফেসবুকে এ অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়ে পোস্ট করেছেন।

‘টাইমস নাউ’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী উমা দাশগুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

চিরঞ্জিত জানান, তিনি উমা দাশগুপ্তের মেয়ের কাছ থেকে এ মৃত্যুর খবর পেয়েছেন।

শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। তিনি যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ভালো সম্পর্ক ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই তিনি আবিষ্কার করেছিলেন পথের পাঁচালীর ‘দুর্গা’ উমা দাশগুপ্তকে। তবে উমার বাবা একেবারেই চাননি সিনেদুনিয়ায় আসুক তাঁর মেয়ে। পরে উমার পরিবারকে রাজি করানোর দায়িত্ব নিয়েছিলেন খোদ পরিচালক সত্যজিৎ রায়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।