ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দিলারা জামান এবার  ‘প্রেম দিওয়ানা দাদী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
দিলারা জামান এবার  ‘প্রেম দিওয়ানা দাদী’ দিলারা জামান

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান বেশ কয়েকমাস আগে একটি নাটকে অভিনয় করেছিলেন। নাটকের নাম ‘প্রেম দিওয়ানা দাদী’।

এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

নাটকটির আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় নাট্যাভিনেতা আব্দুন নূর সজল ও এই প্রজন্মের নতুন প্রিয় মুখ জারা জয়া। নাটকটি রচনা করেছেন ফারুক আহম্মেদ রানা, পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল। শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, অনেকদিন আগে এই নাটকে অভিনয় করেছি। গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে কমেডি ঘরানার একটি নাটক এটি। গল্পটা ভালো। নির্মাতাও যত্ন নিয়ে কাজটি করেছিলেন। আমার সঙ্গে তো সজল এর আগেও অনেক নাটকে অভিনয় করেছে। সজল নিঃসন্দেহে ভালো অভিনেতা। চেষ্টা করে পূর্ণ মনোযোগ দিয়ে কাজটা করতে। আর নতুন যে মেয়েটি জারা জয়া, সেও চেষ্টা করেছে তার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সত্যি বলতে কী নতুনদের উৎসাহ দিতে হয়, তাতে তাদের ভেতর আত্মবিশ্বাস তৈরী হয় আরও ভালো করার।

জারা জয়া বলেন  শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডামের সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এত গুণী একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত, গর্বিত। ধন্যবাদ পরিচালককে আমাকে এমন একটি কাজে সুযোগ দেওয়ায়। ধন্যবাদ সজল ভাইয়াকে আমাকে সহযোগিতা করায়। এই নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।

এদিকে দিলারা জামান এরইমধ্যে এম রাহিমের পরিচালনায় ‘জংলি’ সিনেমার কাজ শেষ করেছেন। এছাড়াও জাকারিয়া শৌখিনের পরিচালনায় নাটকের কাজও শেষ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।