ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারও সিনেমার গানে লুইপা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
আবারও সিনেমার গানে লুইপা

এই প্রজন্মের শিল্পীদের মধ্যে লুইপার এক অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। লুইপার কন্ঠে বেশকিছু আধুনিক গান জনপ্রিয়তা পেয়েছে।

তবে সিনেমায় তার গানের সংখ্যা একেবারেই কম।

সেরাকন্ঠ’খ্যাত লুইপা প্রথম প্লে-ব্যাক করেন রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমায়। রবিউল ইসলাম জীবনের লেখা ও ইমন চৌধুরীর সুর করা ‘ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে হারিয়ে গেলাম’ গানটি। সিনেমায় লুইপার দ্বিতীয় গান সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার ‘পাগল মন’ গানটি। গানটি লিখেছেন আহমেদ কায়সার, সুর করেছেন আশরাফ উদাস। নতুন করে সঙ্গীতায়োজন করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানটিতে লুইপার সহশিল্পী ইমরান মাহমুদুল।

তৃতীয়বারের মতো লুইপা সিনেমায় প্লে-ব্যাক করেছেন এসডি রুবেলের নির্মাণাধীন সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’। এসডি রুবেলের লেখা ও সুর করা ‘রাতের আকাশ’ গানটিই এই সিনেমার অন্যতম আকর্ষণ। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এতে লুইপার সহশিল্পী এসডি রুবেল।

লুইপা বলেন, আমার প্রথম প্লেব্যাক ধীরে ধীরে’র জন্য অনেক সাড়া পাই। বলা যায় গানটি আমার মনের মতো একটি গান। তবে সিনেমায় আমার গানের সংখ্যা খুব কম। অথচ আমার প্রবল ইচ্ছে সিনেমাতে প্লেব্যাক করার। আমার বিশ্বাস সিনেমাতে আরও গান গাওয়ার সুযোগ পেলে শ্রোতা দর্শককে আরও ভালো ভালো গান উপহার দিতে পারবো আমি।

এসডি রুবেল বলেন, লুইপার কণ্ঠটা অসাধারণ। তার কণ্ঠে ভীষণ মায়া এবং আবেগ আছে। তাকে নিয়ে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। আগামীতেও তাকে নতুন গান করার ইচ্ছে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।