ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাশাপাশি নায়ক-নায়িকা ও ভিলেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
পাশাপাশি নায়ক-নায়িকা ও ভিলেন (বাঁ থেকে) অর্ণব অন্তু, মারিয়া নূর ও ইরেশ যাকের

‘মুহাহাহা’ অট্টহাসি দিয়ে টিভি পর্দা কাঁপান যিনি, তার নাম ইরেশ যাকের। হাতেম হয়ে প্রতীক-ইয়াশনার পিছু নেন সারাক্ষণ।

বিপদে ফেলেন, বিপাকে পড়েন নিজেও। প্রতীক-ইয়াশনার প্রেমে তিনিই একমাত্র বাধা!

বিজ্ঞাপনচিত্রের এই তিন নায়ক-নায়িকা-ভিলেন পাশাপাশি বসবেন। ক্যামেরার সামনে বোধহয় এবারই প্রথম শান্তশিষ্ট তারা! কেউ কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না, চলবে না নায়িকাকে অপহরণের অপচেষ্টাও। ইরেশ যাকের, মারিয়া নূর ও অর্ণব অন্তু আসছেন ‘আমার আমি’ অনুষ্ঠানে।

বাংলাভিশনে তাদের নিয়ে সাজানো এই পর্ব প্রচার হবে ১০ জানুয়ারি রাত ৯টা ৫ মিনিটে। উপস্থাপনা করবেন রুমানা মালিক মুনমুন। প্রযোজনায় সাজ্জাদ হুসাইন।

বাংলাদেশ সময় : ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।