ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কঙ্গনার চোখ এভারেস্টে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
কঙ্গনার চোখ এভারেস্টে কঙ্গনা রনৌত

২০১৪ ছিলো কঙ্গনা রনৌতের জন্য সফল বছর। ‘কুইন’ ছবির সুবাদে বলিউডকেন্দ্রিক প্রায় সব পুরস্কারের জন্যই মনোনয়ন পাচ্ছেন তিনি।

এ বছরটা তাই বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত সময় কাটবে তার। এ তালিকায় যুক্ত হলো পবর্তারোহন নিয়ে একটি ছবি।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী হানসাল মেহতা পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া ছবিটি তৈরি হবে এক পর্বতারোহীর জীবন অবলম্বনে। শোনা যাচ্ছে, তিনি এভারেস্ট জয় করা প্রথম প্রতিবন্ধী নারী অরুণিমা সিং। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত কঙ্গনা। এর মাধ্যমে কারও জীবনী নিয়ে নির্মিত ছবিতে তার কাজ করার ইচ্ছাও পূর্ণ হচ্ছে।

জানা গেছে, ছবিটিতে অভিনয়ের জন্য পর্বতারোহীরদের মতো ত্বক তৈরি করতে ব্যাপক প্রশিক্ষণ নিতে হবে কঙ্গনাকে। এর চিত্রায়ন শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। তার আগ পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ (আর. মাধবন), ‘ডিভাইন লাভারস’ (ইরফান খান), রিমা কাগতির ‘মিস্টার চালু’ এবং নিখিল আদভানির ‘কাট্টি বাট্টি’ (ইমরান খান) নিয়ে।

বাংলাদেশ সময় : ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।