ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তানভীর তারেকের নতুন ২

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
তানভীর তারেকের নতুন ২ তানভীর তারেক

নতুন বছরে দুটি চ্যানেলে দু’টি অনুষ্ঠান নিয়ে এসেছেন তানভীর তারেক। এর মধ্যে ‘শোবিজ উইকেন্ড’ প্রচার হবে চ্যানেল আইয়ে প্রতি বৃহস্পতিবার।

অন্যটি ‘মিডিয়া ডায়লগ’ প্রচার হবে প্রতি মঙ্গলবার এশিয়ান টিভিতে।

এদিকে একুশে টিভিতে তানভীর তারেক এর গ্রন্থনা ও উপস্থাপনায় ‘মিডিয়া গসিপ’-এর অর্ধযুগ পূর্তি হবে এ বছরই।

তানভীর তারেক বলছেন, ‘মিডিয়া ডায়লগ’ এর আগে দুইটি সিজন সফলভাবে পার করেছে। তাই দর্শকদের একঘেয়ামী দূর করার জন্যই এবারে এই অনুষ্ঠানেও আনা হয়েছে বৈচিত্র। এতে একটি নির্দিষ্ট বিষয়ের উপর তারকাদের আলোচনা থাকবে। সঙ্গে একজন বিশেষজ্ঞ মতামতও। ’ এটি প্রযোজনায় রয়েছেন আনিস রহমান।

টিভি অনুষ্ঠান ছাড়াও তানভীর তারেক বর্তমানে নিয়মিত চলচ্চিত্রের গানে সঙ্গীত পরিচালনা করছেন। গত বছর তার সঙ্গীত পরিচালনায় ‘মোস্ট ওয়েলকাম টু’, ‘হৃদয়ে একাত্তর’ ও ‘প্রেম করবো তোমার সাথে’ মুক্তি পায়।

বাংলাদেশ সময় : ২০৩৭ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।