ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জ্যাকি চ্যানের ছেলেকে ছয় মাসের জেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
জ্যাকি চ্যানের ছেলেকে ছয় মাসের জেল জেসি চ্যান

অ্যাকশন ছবির তারকা জ্যাকি চ্যানের ছেলে জেসি চ্যানকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে বেইজিংয়ের ডঙচেঙ ডিস্ট্রিক্স কোর্ট। মাদকদ্রব্য ব্যবহার ও অন্যকে ব্যবহারে উদ্বুদ্ধ করার দায়ে তাকে এই শাস্তি ভোগ করতে হবে।

৯ জানুয়ারি এ রায় ঘোষণা করা হয়।

জেল খাটার পাশাপাশি ৩২২ মার্কিন ডলার জরিমানা দিতে হবে জেসিকে। গত বছরের আগস্টে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ গ্রামেরও বেশি পরিমাণ গাজা পায় পুলিশ। সে সময় ৩২ বছর বয়সী জেসির পাশাপাশি তাইওয়ানিজ চিত্রনায়ক কাই কো (২৩) আটক হন। ১৪ দিন পর কো ছাড়া পেলেও জেসিকে আটকে রাখা হয়।

ছেলের এই অপরাধের কারণে জ্যাকি চ্যান দুঃখ প্রকাশ করেন তার ভক্তদের কাছে। এ ঘটনায় তিনি লজ্জিত বলেও জানান।

বাংলাদেশ সময় : ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।