ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীর-ক্যাটরিনার আংটিবদল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
রণবীর-ক্যাটরিনার আংটিবদল ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

শিরোনামটা যদি সত্যি হয় তাহলে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ভক্তদের জন্য এটা বিরাট খবর। চাউর হয়েছে, বলিউডের এ দুই তারকা লন্ডনে আংটিবদল করেছেন।



গত ৩০ ডিসেম্বর ঘরোয়া পরিসরে দুই পরিবারের সামনে ক্যাটরিনার অনামিকায় আংটি পরিয়ে দেন রণবীর। ক্যাটরিনার পরিবারের সদস্যরা লন্ডনে থাকেন। সেজন্যই লন্ডনে আয়োজন করা হয় বাগদান অনুষ্ঠান।

রাজকুমার সন্তোষী পরিচালিত ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই রণবীর ও ক্যাটরিনার মধ্যে সখ্য গড়ে ওঠে। এরপর তারা অভিনয় করেন প্রকাশ ঝা পরিচালিত ‘রাজনীতি’তে। ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়েন। স্পেনে ছুটি কাটাতে গিয়ে সমুদ্রসৈকতে বিকিনি পরা ক্যাটরিনার পাশে রণবীরের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই তৈরি হয় শোরগোল। সম্প্রতি তারা একই ফ্ল্যাটে উঠেছেন। তবে জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা বরাবরই এড়িয়ে গেছেন দু’জনে।

এদিকে রণবীর ও ক্যাটরিনা অভিনীত ‘জগ্গা জাসুস’ ছবিটি মুক্তি পাবে এ বছর। এটি পরিচালনা করছেন অনুরাগ বসু।

বাংলাদেশ সময় :  ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।