ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাঁচ ভিডিও নিয়ে কাজী শুভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
পাঁচ ভিডিও নিয়ে কাজী শুভ কাজী শুভ/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘সাদামাটা' ও 'সাদামাটা-২' এর পর গত কোরবানীর ঈদে সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হয়েছে কাজী শুভ’র ‘সাদামাটা-৩’। নতুন বছরে এ অ্যালবামের পাঁচটি গানের ভিডিও শ্রোতাদের জন্য উপহার দিবেন এই শিল্পী।

গানগুলোর শিরোনাম হচ্ছে ‘আমার বন্ধু’, ‘ওবুঝ মায়া’, ‘নয়নের আলো’, ‘ওচেনা মায়া’ ও ‘ভালোবসি বলবো’।

এরমধ্যে চারটি গানের মিউজিক ভিডিও নিদের্শনা দিয়েছেন বিকাশ সাহা। এরমধ্যে ‘আমার বন্ধু’ ও ‘নয়নের আলো’ গানটির সুর করেছেন শুভ ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এছাড়া ‘ওবুঝ মায়া’, ‘ওচেনা মায়া’ গানটির সুর করেছেন শুভ ও সংগীতয়োজন করেছেন রাফি। আর ‘ভালোবসি বলবো’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হুমায়ন কবির।

এ প্রসঙ্গে কাজী শুভ বাংলানিউজকে বলেন, ‘গানশোনার পাশাপাশি মানুষ এখন মিউজিক ভিডিও দেখতে পছন্দ করে। তাই শ্রোতাদের জন্য আমার নতুন পাঁচ ভিডিও। একটি একক এবং বাঁকী চারটি গানের সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন পুজা, খেয়া, স্বরলিপি ও আপন। আর টাকা ওঠানোর জন্য না, শ্রোতাদের নিকট আমার গান পৌছাতে চাই। ’

এ মাসের মাঝামঝি সবগুলো চ্যানেলে প্রচার হবে কাজী শুভ’র পাঁচ গানের ভিডিও।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।