ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্টুডিও সেশনে বালাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
স্টুডিও সেশনে বালাম বালাম

বালাম ভক্তদের জন্য আনন্দের সংবাদ। স্টুডিও থেকে সরাসরি দর্শক-শ্রোতাদের সামনে আসছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

৯ জানুয়ারি রাত ১০টা থেকে রেডিও ফূর্তির ‘স্টুডিও সেশন’ শীর্ষক আয়োজনে টানা দুই ঘণ্টা সংগীত পরিবেশন করবেন। এটি দেখা যাবে ইউটিউবে।

এ প্রসঙ্গে বালাম বাংলানিউজকে বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানে নতুন অভিজ্ঞতা হবে আশা করছি। সব মিলিয়ে ১০-১২টি গান পরিবেশনের পরিকল্পনা আছে। এর মধ্যে পুরনো গানের পাশাপাশি আমার সর্বশেষ একক অ্যালবাম ‘ভুবন’ থেকে ‘ও আকাশ’ এবং ‘ডানা মেলে’ গান দুটি গাইবো। ’

‘স্টুডিও সেশন’ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা দিচ্ছে মুঠোফোন প্রতিষ্ঠান রবি।

বাংলাদেশ সময় : ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।