ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চাষী নজরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চাষী নজরুল ইসলাম চাষী নজরুল ইসলাম

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। বেশ কয়েকমাস ধরেই তিনি অসুস্থ।

ল্যাবএইড হাসপাতালের কেবিনেই এতদিন তাঁর চিকিৎসাসেবা চলছিল। হঠাৎ করেই ৩১ ডিসেম্বর রাতে চাষী নজরুল ইসলামের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। ‍

চাষী নজরুল ইসলামের ছোট মেয়ে আন্নী ইসলাম বাংলানিউজকে বলেন, ‘দিন দশেক আগে আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার শরীরে ক্যানসার ধরা পড়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরপরই দ্রুত তাঁকে কেবিন থেকে আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্রে) নিয়ে যাওয়া হয়। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বাবাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ’

** এখনও আইসিইউতে চাষী নজরুল ইসলাম

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।