ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জ্যাকুলিনের দুই লাখ রুপি জলে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
জ্যাকুলিনের দুই লাখ রুপি জলে জ্যাকুলিন ফার্নান্দেজ

আগে জানলে জ্যাকুলিন ফার্নান্দেজ হয়তো ট্যাঙ্গো নাচতেন না। ‘রয়’ ছবির একটি গানে রণবীর কাপুরের সঙ্গে ট্যাঙ্গো নাচছিলেন তিনি।

হঠাৎই এক কোণে আঘাত লেগে তার জুতার হিল ভেঙে যায়।

নাচের দৃশ্যটি বুঝিয়ে দেওয়ার পর নিজের সংগ্রহ থেকে এক জোড়া হিল আনিয়ে নেন জ্যাকুলিন। সেগুলো পরে ভালোই নাচতে শুরু করেন তিনি। জুতা ভেঙে যাওয়ায় একটু মন খারাপ তো হয়েছেই তার। পরিচালক বিক্রমজিৎ সিংকে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ওটা তার প্রিয় জুতা ছিলো। আর এর মূল্য দুই লাখ রুপি।


পরে প্রোডাকশন হাউস থেকে অন্য জুতা দেওয়া হয় জ্যাকুলিনকে। সেগুলো পরেই নাচের দৃশ্যের কাজ শেষ করেন তিনি।

জ্যাকুলিন বলেছেন, ‘এটি ট্যাঙ্গো নাচ, তাই নিজের জুতা পরে নাচতে স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। কিন্তু পরে বুঝতে পারছিলাম, এই নাচের জন্য এমন জুতা যুতসই নয়। একসময় তো হিল ভেঙেই গেলো।

* ‘রয়’ ছবির গানের ভিডিও :


বাংলাদেশ সময় :  ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১০,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।