ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিয় তারকার সঙ্গে মিলা ও সজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
প্রিয় তারকার সঙ্গে মিলা ও সজল (বাঁ থেকে) সজল, মিলা হোসেন ও নোবেল

দেশসেরা মডেল নোবেলের ভক্ত শুধু সাধারণ দর্শকই নন, তারকাদের কাছেও তিনি প্রিয়। অভিনেতা সজল আর এক সময়ের লাক্স ফটোসুন্দরী মিলা হোসেন আছেন সেই তালিকায়।

এবার প্রিয় তারকার সঙ্গে অভিনয় করে উচ্ছ্বসিত এই দু’জন। ‘অতঃপর নদী’ নামের নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘চাকরির পাশাপাশি বিজ্ঞাপন কিংবা নাটকে কাজ করি। এ নাটকের গল্পটা খুব ভালো লেগেছে। মিলা এবং সজল আমার স্নেহভাজন। সব মিলিয়ে কাজটি নিয়ে আমি আশাবাদী। ’

কিছুদিন আগে দেশে ফিরেছেন মিলা। তিনি বলেন, ‘নোবেল ভাইয়ের সঙ্গে কয়েক বছর আগে আমেরিকায় একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। গত বছর একটি নাটকেও কাজ করেছি। তার সঙ্গে কাজ করতে পারা সবসময়ই আমার কাছে অনেক আনন্দের। ’

রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে। চলতি বছরের রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘অতঃপর নদী’।

বাংলাদেশ সময় : ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।