ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘গ্ল্যামার’ ছবির গানে রুহি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
‘গ্ল্যামার’ ছবির গানে রুহি দিলরুবা ইয়াসমিন রুহি/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রায় তিন মাস পর ১৫ জানুয়ারি লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। ৬ ফেব্রুয়ারি ওপার বাংলায় মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘গ্ল্যামার’।

১৪ জানুয়ারি ইউটিউবে এর একটি গানের ভিডিও উন্মুক্ত করা হয়েছে। এতে একটি দৃশ্যে দেখা যায় রুহিকে।

‘গ্ল্যামার’-এ মডেল চরিত্রে অভিনয় করেছেন রুহি। এতে তার সহশিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন মহুয়া চক্রবর্তী।

এদিকে ৬ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে রুহির আরেক ছবি ‘জিরো ডিগ্রি’। এতে তাকে দেখা যাবে নিরা চরিত্রে। তার দুই সহশিল্পী হলেন মাহফুজ আহমেদ ও জয়া আহসান।

নিজের নতুন দুটি ছবি নিয়েই বেশ আশাবাদী রুহি। তিনি বাংলানিউজকে বলেন, ‘একই দিনে দুই বাংলায় দুটি ছবি মুক্তি পাওয়ার ঘটনা অবশ্যই আনন্দের। ‘গ্ল্যামার’-এর প্রচারণা করতে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতায় যাওয়ার পরিকল্পনা করছি। ’

* ‘গ্ল্যামার’ ছবির ‘বেনি’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।