ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আরিফিন শুভ-নুসরাত ফারিয়ার জুটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
আরিফিন শুভ-নুসরাত ফারিয়ার জুটি আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছোট পর্দার গন্ডি পেরিয়ে আরিফিন শুভ এখন বড় পর্দায় ব্যস্ত। নুসরাত ফারিয়ার এখনও রূপালি অভিষেক হয়নি।

তবে শুভর সঙ্গে ঠিকই জুটি বাঁধার সুযোগ পেলেন তিনি। তারা একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন একসঙ্গে।

একটি বিস্কুটের নতুন বিজ্ঞাপনটি নির্মাণ করবেন রিয়াদ। ২৬ থেকে ২৮ জানুয়ারি কক্সবাজারে এর দৃশ্যায়ন হবে।

দীর্ঘদিন পর আরিফিন শুভ দুটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন। অন্য বিজ্ঞাপনটি হলো প্রাণ আপের, এটি নির্দেশনা দেবেন নাফিস। শুভ বাংলানিউজকে বলেন, ‘বিজ্ঞাপন দুটি দর্শকদের পছন্দ হবে আশা করছি। ’

এদিকে শিগগিরই মনতাজুর রহমান আকবরের নতুন একটি ছবির কাজ শুরু করবেন আরিফিন শুভ। তার আরেক ছবি শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল। এতে তার সহশিল্পী জাকিয়া বারী মম।

বাংলাদেশ সময় :  ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।