ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিরাটের যৌন আবেদনে ফিদা সোনম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বিরাটের যৌন আবেদনে ফিদা সোনম! সোনম কাপুর ও বিরাট কোহলি

বাইশ গজে বোলারদের নাস্তানাবুদ করে আগুন ঝরানো বিরাট কোহলি দেখতেও সুদর্শন। আনুশকা শর্মার সঙ্গে প্রেমের সুবাদে বিনোদন অঙ্গনেও আলোচিত ব্যক্তি তিনি।

তারকাদের মধ্যেও তার ভক্তের কমতি নেই। এ তালিকায় সম্ভবত সবার চেয়ে এগিয়ে আছেন সোনম কাপুর। বিরাটের বিরাট ভক্ত বলিউডের ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। তার চোখে, বিরাট যৌন আবেদনময় পুরুষ।

ফারাহ খানের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন সোনম। সেখানে সাংবাদিকরা সুযোগ পেয়ে তার প্রিয় ক্রিকেটারের নাম জানতে চান। উত্তরে তিনি বলেন, ‘বিরাট কোহলি। ছেলেটা যৌন আবেদন অনেক। ’

বলিউড অভিনেত্রীদের মধ্যে সোনম বরাবরই সোজাসাপ্টা কথা বলেন। ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসই তাকে বলিউডে সাহসী ও সফল অভিনেত্রীদের কাতারে পৌঁছে দিয়েছে। সবাই তার এই সততা পছন্দ করেন। বাবা অনিল কাপুরও এজন্য মেয়েকে নিয়ে গর্বিত।

বাংলাদেশ সময় :  ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।