ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাপের সঙ্গে নিকোল কিডম্যানের পার্টি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সাপের সঙ্গে নিকোল কিডম্যানের পার্টি! নিকোল কিডম্যান

সাপ দেখলেই যেখানে শিউরে ওঠার কথা, নিকোল কিডম্যান উল্টো তাদের নিয়ে একসময় পার্টি করেছিলেন! কিন্তু সন্তানরা ভয় পায় বলে সর্বশেষ হ্যালোউইন দিবসে তা এড়িয়ে চলেন তিনি।

পিচ্ছিল সাপদের সংস্পর্শে থাকা নিকোলের কাছে বেশ মজার বিষয়।

এজন্য সর্পদের নিয়ে অনুষ্ঠান আয়োজন ও তাদেরকে আমন্ত্রণ জানানোর কাজটা উপভোগ করেন ৪৭ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান অভিনেত্রী।

নিকোল কিডম্যান বিয়ে করেছেন রকগায়ক কিথ আরবানকে। তাদের মেয়ে সানডের বয়স ছয় বছর আর মেয়ে ফেইথ চার বছরের।

‘কোনান’ নামের একটি টিভি অনুষ্ঠানে নিকোল বলেছেন, ‘একবার সাপ নিযে পার্টি করেছিলাম। কিছু সাপকে ডেকেও এনেছিলাম। কিন্তু এ বছর সাপ নিয়ে মাতামাতির পরিকল্পনা বাদ দিয়ে হ্যালোউইন পার্টি করেছি। তা না হলে বাচ্চারা ভয় পেতো। ’ তিনি আরও বলেন, ‘একবার আমার আরেকটি অনুষ্ঠানে প্রচুর প্রাণী ছিলো। পশুপাখি আমার ভালো লাগে। ’

অাঁতকে ওঠার মতো খবর হলো, নিকোলদের বাড়ির সুইমিং পুলে প্রাণঘাতী মাকড়সাও ছিলো। তিনি তখন তরুণী। তার কথায়, ‘আমরা বেড়ে উঠেছি এমন পরিবেশে, যেখানে পুলের ভেতরই ছিল মাকড়সা। ওটা জলের বুদবুদের মধ্যেও থাকতে পারতো। তাই পুলে নামার আগে সতর্ক থাকতে হতো। ’

বাংলাদেশ সময় : ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।