ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নগ্ন হতে ভালো লাগে যার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
নগ্ন হতে ভালো লাগে যার মিরান্ডা কার

একসময় ভিক্টোরিয়া’স সিক্রেট মডেল ছিলেন তিনি, ব্যক্তিজীবনে এখন একা। তিনি মিরান্ডা কার।

হারপার’স বাজার সাময়িকীর প্রচ্ছদে অনাবৃত হয়ে আবার খবরের শিরোনামে এসেছেন ৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান সুপারমডেল।

মিরান্ডা জানিয়েছেন, নগ্ন তার ভালোই লাগে। হারপার’স বাজারের ছবিতে তার মাথায় টুপি আর কালো রঙা একটি জিন্সের প্যান্টে দেখা গেলেও উর্দ্ধাঙ্গ অনাবৃত। নিজের শখ সম্পর্কে তিনি জানান, ‘জুতা খুলে ঘাসের ওপর হাঁটতে অথবা নগ্ন হয়ে সূর্যস্নান করতে আমার ভালো লাগে। কখনও ইচ্ছে করে সমুদ্রে ডুবে থাকি। এসব মুহূর্তে কে আমার ছবি তুলনো নাকি তুলনো না, তা নিয়ে মাথা ঘামাই না। ’


প্রেমে পড়া নিয়ে সাময়িকীটিকে দেওয়া সাক্ষাৎকারে মিরান্ডা মন্তব্য করেন, প্রেমে পড়ার পর প্রথম সাক্ষাতেই প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ঠিক নয় মেয়েদের। এতে করে যুতসই অন্য পথ খোলা থাকে না। তার ভাষ্য, ‘যদি কারও সঙ্গে রাত্রিযাপন না করেন তাহলে প্রেম করুন আর একান্তে সময় কাটান, কোনো সমস্যা নেই তাতে। আমার দর্শন হলো, ভালোভাবে না জানা পর্যন্ত যৌন সম্পর্ক না করাই ভালো। কারণ বাস্তব ব্যাপার হলো মেয়েদের সঙ্গে ছেলেরা জড়িয়ে থাকে। তাই কয়েকবার ঘুরতে যাওয়াই ঢের ভালো। এরপর দেখুন টান আছে কি নেই। ’

২০১৩ সালে হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে ৩১ বছর বয়সী এই মডেলের তিন বছরের বিয়েটা ভেঙে গেছে। একা থাকলেও এখন প্রেমিক খুঁজছেন না মিরান্ডা। কারণ এখন তার সব মনোযোগ চার বছরের পুত্রসন্তান ফ্লিনের দিকে। তাকেই এখন প্রাধান্য দিচ্ছেন তিনি। প্রেম করার সময় আপাতত তার নেই।

বাংলাদেশ সময় :  ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।