ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গোল্ডেন গ্লোব জয় করলো ‘বয়হুড’

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
গোল্ডেন গ্লোব জয় করলো ‘বয়হুড’ (বাঁ থেকে) মাইকেল কিটন, জুলিয়ান মুর, অ্যামি অ্যাডামস ও এডি রেডমেইন

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে তিনটি বিভাগে পুরস্কার জিতেছে ‘বয়হুড’। এর মধ্যে আসরের সর্বোচ্চ পুরস্কার ড্রামা বিভাগে সেরা ছবি হয়েছে এটি।

এই ছবির জন্য রিচার্ড লিঙ্কলেটার সেরা পরিচালক আর প্যাট্রিসিয়া আর্কেট সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন।

গত ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোবের ৭২তম আসর। এর আয়োজন করেছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ২০১৪ সালে নির্মিত চলচ্চিত্র আর টিভি অনুষ্ঠানগুলোর মধ্য থেকে দেওয়া হয় সম্মানজনক এই পুরস্কার।

এবার মিউজিক্যাল/কমেডি বিভাগে ওয়েস অ্যান্ডারসন পরিচালিত ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’-এর সেরা ছবি হওয়াটা ছিলো চমক। শুন্য হাতে ফিরেছে ‘দ্য ইমিটেশন গেম’। অন্যদিকে সর্বাধিক সাতটি মনোনয়ন পাওয়া আলেহান্ড্রো গঞ্জালেস ইনারিতুর ‘বার্ডম্যান’ ছবির জন্যও এবারের আসরটা ছিলো হতাশার। এতে অভিনয়ের জন্য মিউজিক্যাল/কমেডি বিভাগে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন মাইকেল কিটন। এ ছাড়া সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে এটি।

বিজ্ঞানী স্টিফেন হকিং চরিত্রে অভিনয়ের জন্য ড্রামা বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ব্রিটিশ তারকা এডি রেডমেইন (দ্য থিওরি অব এভরিথিং)। একই ছবি জিতেছে সেরা মৌলিক সংগীতায়োজনের পুরস্কার।

আলজেইমার রোগীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে ড্রামা বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন জুলিয়ান মুর (স্টিল অ্যালাইস)। কমেডি/মিউজিক্যাল বিভাগে টানা দ্বিতীয়বারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন অ্যামি অ্যাডামস (বিগ আইস)। প্রথমবার মনোনয়ন পাওয়া জেকে সিমন্স ‘হুইপ্ল্যাশ’ ছবির জন্য সেরা পার্শ্বঅভিনেতার পুরস্কার পেয়েছেন।

মার্টিন লুথার কিং জুনিয়রের জীবন অবলম্বনে নির্মিত ‘সেলমা’ ছবির ‘গ্লোরি’ গানের জন্য সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জিতেছেন জন লিজেন্ড ও র‌্যাপসংগীত শিল্পী কমন। অ্যানিমেশন ছবির দুনিয়ায় এবার সেরা ‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু’।   ভিনদেশি ভাষার ছবির মধ্যে গোল্ডেন গ্লোব জিতেছে রাশিয়ার ‘লেভিয়াফান’। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন হলিউডের হেভিওয়েট তারকা জর্জ ক্লুনি।

টেলিভিশনের অনুষ্ঠানের ড্রামা বিভাগে ‘দ্য অ্যাফেয়ার’ আর কমেডি/মিউজিক্যাল বিভাগে সেরা টিভি সিরিজের পুরস্কার পেয়েছে ‘ট্রান্সপারেন্ট’। ড্রামা বিভাগে সেরা অভিনেতা কেভিন স্পেসি (হাউস অব কার্ডস) আর সেরা অভিনেত্রী হয়েছেন রুথ উইলসন (দ্য অ্যাফেয়ার)। সেরা মিনি সিরিজ/টেলিমুভির পুরস্কার জিতেছে ‘ফার্গো’। এই বিভাগে সেরা অভিনেতা বিলি বব থর্নটন (ফার্গো) আর সেরা অভিনেত্রী হয়েছেন ম্যাগি গিলেনহাল (দ্য অনারেবল ওম্যান)।

২০১০ সাল থেকে প্রতি বছর মনোনীত হওয়া ‘দ্য গুড ওয়াইফ’ সিরিজের অভিনেত্রী জুলিয়ানা মারগুলিস আর ‘হোমল্যান্ড’ সিরিজের অভিনেত্রী ক্লেয়ার ডেন্সকে এবার ফিরতে হয়েছে খালি হাতে।

এক নজরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০১৫
চলচ্চিত্রে সেরা
পরিচালক : রিচার্ড লিঙ্কলেটার (বয়হুড)
ছবি (ড্রামা) : বয়হুড
অভিনেত্রী (ড্রামা) : জুলিয়ান মুর (স্টিল অ্যালাইস)
অভিনেতা (ড্রামা) : এডি রেডমেইন (দ্য থিওরি অব এভরিথিং)
ছবি (কমেডি/মিউজিক্যাল) : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল) : অ্যামি অ্যাডামস (বিগ আইস)
অভিনেতা (কমেডি/মিউজিক্যাল) : মাইকেল কিটন (বার্ডম্যান)
পার্শ্বঅভিনেত্রী : প্যাট্রিসিয়া আর্কেট (বয়হুড)
পার্শ্বঅভিনেতা : জেকে সিমন্স (হুইপ্ল্যাশ)
অ্যানিমেটেড ছবি : হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু
মৌলিক সুর : জোহান জোহানসন (দ্য থিওরি অব এভরিথিং)
মৌলিক গান : গ্লোরি-জন লিজেন্ড, কমন (সেলমা)
বিদেশি ভাষার ছবি : লেভিয়াফান (রাশিয়ান)
চিত্রনাট্য : বার্ডম্যান (আলেহান্ড্রো গঞ্জালেস ইনারিতু, নিকোলাস জিয়াকোবোন, আলেক্সান্ডার ডিনেলারিস, আর্মান্ডো বো)
সেসিল কি ডিমিলে অ্যাওয়ার্ড : জর্জ ক্লুনি

টেলিভিশনে সেরা
সিরিজ (ড্রামা) : দ্য অ্যাফেয়ার
অভিনেত্রী (ড্রামা) : রুথ উইলসন (দ্য অ্যাফেয়ার)
অভিনেতা (ড্রামা) : কেভিন স্পেসি (হাউস অব কার্ডস)
সিরিজ (কমেডি/মিউজিক্যাল) : ট্রান্সপারেন্ট
অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল) : জিনা রড্রিগেজ (জেন দ্য ভার্জিন)
অভিনেতা (কমেডি/মিউজিক্যাল) : জেফ্রি ট্যাম্বোর (ট্রান্সপারেন্ট)
মিনি সিরিজ/টেলিমুভি : ফার্গো
অভিনেত্রী (মিনি সিরিজ/টেলিমুভি) : ম্যাগি গিলেনহাল (দ্য অনারেবল ওম্যান)
অভিনেতা (মিনি সিরিজ/টেলিমুভি): বিলি বব থর্নটন (ফার্গো)
পার্শ্বঅভিনেত্রী : জোয়ান ফ্রগাট (ডাউনটাউন অ্যাবি)
পার্শ্বঅভিনেতা : ম্যাট বোমার (দ্য নরমাল হার্ট)

বাংলাদেশ সময় : ১১১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।