ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেলিম আল দীন স্মরণে দুই উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সেলিম আল দীন স্মরণে দুই উৎসব সেলিম আল দীন

বাংলা নাটক নতুন আঙ্গিক পেয়েছে সেলিম আল দীনের হাতে। তাকে বলা হয় রবীন্দ্র-উত্তরকালের সবচেয়ে প্রভাবশালী নাট্যকার।

১৪ জানুয়ারি গুণী এ মানুষটির ৭ম প্রয়াণবার্ষিকী। তার স্মরণে সেলিম আল দীন ফাউন্ডেশন আয়োজন করেছে ২দিনের স্মরণ অনুষ্ঠান। ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগান নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ জানুয়ারি।

প্রথমদিন সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। ওইদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূলমঞ্চে উঠবে ‘পুতুল তোমার জনম কি রূপ’। ঢাকা থিয়েটারের পরিবেশনায় এ নাটকে চরিত্রাংকন করছেন শিমুল ইউসুফ।

পরদিন বিকেল সাড়ে ৩টা থেকে আলোচনা অনুষ্ঠান। প্রসঙ্গ ‘বাংলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাঠ্যপুস্তকে হিন্দু-মুসলিম প্রসঙ্গ এবং দেশভাগ’। রাহমান চৌধুরীর প্রবন্ধে আলোচনায় অংশ নেবেন আবদুল মমিন চৌধুরী, আনিসুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন, আফসান চৌধুরী, মানযারে হাসীন মুরাদ, আনু মুহাম্মদ, ও বিশ্বজিৎ ঘোষ। শিল্পকলার একাডেমীর সেমিনার কক্ষে হবে এ আলোচনা। সভাপতিত্ব করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

এদিকে সেলিম আল দীন স্মরণে ৩দিনের উৎসব আয়োজন করেছে নাট্য সংগঠন স্বপ্নদল। শিল্পকলা একাডেমীতে এটি শুরু হবে ১২ জানুয়ারি, চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

উৎসবের স্লোগান- ‘বাংলা নাট্যরীতির বিজয় কেতন, অমানিশাকালে স্বর্ণাভ চেতন, নাট্যাচার্য সেলিম আল দীন’। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসব উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ। উদ্বোধনের পরই মঞ্চে উঠবে ‘ত্রিংশ শতাব্দী’। স্বপ্নদলের প্রশংসিত প্রযোজনা এটি। পরদিন বেলা সাড়ে ৩টায় থাকবে আলোচনা। সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন উঠে আসবে আলোচনায়। ‘নাট্যচার্য সেলিম আল দীন : নবীন সংবাদকর্মীর দৃষ্টিতে’ বিষয়ক সেমিনারও থাকবে ওইদিন। সভাপতিত্ব করবেন আতাউর রহমান।

উৎসবের শেষ দিন সকালে শিল্পকলা একাডেমি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা করবে দলটি। সেখানে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন তারা। সন্ধ্যা সাড়ে ৬টায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে স্বপ্নদলের আরেকটি দর্শক নন্দিত প্রযোজনা ‘স্পার্টাকাস’। উৎসবের সমাপনী বক্তব্য রাখবেন নাট্যজন সৈয়দ জামিল আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।