ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাকে নিয়ে দিঘীর না বলা কথা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
মাকে নিয়ে দিঘীর না বলা কথা দিঘী / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘খুব ছোট বেলায় মাকে হারিয়েছি। স্বপ্ন ছিলো ডাক্তার হবার, তা হয়ে ওঠা হয়নি।

মাকে সবসময় মিস করি। ’-এভাবেই অভিনয়শিল্পী দিঘী তার মা চিত্রনায়িকা দোয়েলকে নিয়ে নানা কথা বললেন।

‘আমার সুখ আমার দুঃখ’ নামক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিঘী তার মাকে ঘিরে নিজের জীবনের নানান বিষয়ে কথা বলেন। অনুষ্ঠানে দিঘীর সঙ্গে ছিলেন বাবা সুব্রত। অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন মুনমুন লুসি।

হারুন মেহেদীর প্রযোজনায় এ অনুষ্ঠানটি মাইটিভিতে আগামী ১৪ জানুয়ারি রাত ৮ টা ৫০ মিনিটে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।