ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মমতাজউদদীনের জন্মদিনে থিয়েটার ক্লাবের আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
মমতাজউদদীনের জন্মদিনে থিয়েটার ক্লাবের আয়োজন মমতাজউদদীন

স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের পথিকৃত মমতাজউদদীন আহমেদ। ১৮ জানুয়ারি তার ৮০তম জন্মবার্ষিকী।

এ বছর জাঁকজমকভাবে মমতাজউদদীনের জন্মদিন পালন করবে থিয়েটার ক্লাব। ওইদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় হবে এ অনুষ্ঠান।

মমতাজউদদীনকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে আসবেন নাট্যকার, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। থাকবে সাংস্কৃতিক আয়োজন। জন্মদিন উদযাপন করতে ১০১ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে সম্প্রতি। কমিটির আহবায়ক হিসেবে রয়েছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং সদস্য সচিব আকতারুজ্জামান।

বাংলাদেশ সময় : ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।