ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আলিয়াকে নিতে নারাজ মোহিত সুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
আলিয়াকে নিতে নারাজ মোহিত সুরি আলিয়া ভাট

নিজের ছবিতেই ছোট বোন আলিয়াকে সুযোগ দিতে চান না বলিউডের খ্যাতনামা  নির্মাতা মোহিত সুরি। ছোট বোনের অতি আবেগকেই এর কারণ হিসেবেও দাঁড় করিয়েছেন তিনি।



নিজের ইচ্ছার পক্ষে সাফাই গেয়ে তার বক্তব্য, সে শুধু বড় তারকাই নয়, বরং এ সময়ের সবচেয়ে আবেগপ্রবণ নায়িকাদের অন্যতম।

আলিয়ার আবেগপ্রবণতাই তার সঙ্গে কাজের বাধা হয়ে দাঁড়ায় বলে মনে করেন আশিকি টু নির্মাতা মোহিত।

তিনি বলেন,  আলিয়াকে কোন রোল দিতে খুব মুশকিলে পড়তে হয়। কারণ, তার ওপর আমার অনেক প্রত্যাশা।

বলিউডের এই অধ্যাবসায়ী পরিচালকের ঝুলিতে আছে কলিযুগ, আশিকি টু, এক ভিলেন-এর মতো বাঘা বাঘা হিট ছবি নির্মাণের অভিজ্ঞতা। বর্তমানে বিদ্যা বালান ও ইমরান হাসমিকে নিয়ে ‘হামারি আধুরি কাহানি’ ছবি নির্মাণে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

কিন্তু রোববার (১২ জানুয়ারি) স্টার গিল্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের সেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলিয়াকে তার সিনেমায় নেওয়ার ব্যাপারে অনিহা প্রকাশ করেন মোহিত সুরি।

তবে ছোট বোনের প্রশংসা করে বলেন,  আমার ছোট বোন আলিয়ার বিরাট ভক্ত আমি। কিন্তু যখনই কোথাও তাকে দেখি আমি ভুলে যাই সে আমার কাজিন। একজন পরিশ্র্রমি পরিচালকের মতই তার সঙ্গে কাজ করতে হয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।