ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নান্দনিক নন্দন মঞ্চ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
নান্দনিক নন্দন মঞ্চ

প্রথম দেখাতেই মনে হবে সুইমিং পুলের মতো কিছু একটা। তিন পাশে কংক্রিটের লম্বা কয়েক ধাপ সিঁড়ি।

মাঝে স্বচ্ছ পানি। পানির ওপরে ফোয়ার, পানির ওপরে মঞ্চ। এটি নন্দন মঞ্চ। শিল্পীরা যখন বিভিন্ন চরিত্রের হয়ে এ মঞ্চে এসে দাঁড়াবেন, বলবেন সংলাপ, গাইবেন গান; তাদের ঘিরে ধরবে ঝর্ণা, রঙিন বাতি। মাথার ওপরে খোলা আকাশ রেখে দর্শক মুগ্ধ হবেন কেবলই।


এমন ভাবনা মাথায় নিয়েই বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে নির্মিত হয়েছে মঞ্চটি। ঢাকার বুকে এ ধরণের মঞ্চ এটাই একমাত্র। কর্তৃপক্ষ জানিয়েছেন, এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ কোটি ৮ লক্ষ ২৬ হাজার টাকা। ১২ জানুয়ারি সন্ধ্যায় এর উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

নতুন মঞ্চ। শিল্পকলা একাডেমীতে তাই উৎসবের আমেজ। ১২ থেকে ১৪ জানুয়ারি- ৩ দিনের উৎসব আয়োজন করাও হয়েছে। গান, নৃত্য, আবৃত্তি, সংযাত্রা, কাওয়ালী, ফিউশন যন্ত্র সংগীত, তালবাদ্যসহ আরও অনেক কিছুই থাকতে এ ক’দিন।

বাংলাদেশ সময় : ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।