ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীরকে বিয়ে না করতে ক্যাটরিনাকে দীপিকার পরামর্শ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
রণবীরকে বিয়ে না করতে ক্যাটরিনাকে দীপিকার পরামর্শ! দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফ এখন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছেন। একই ফ্ল্যাটে থাকতেও শুরু করেছেন তারা।

শুধু বিয়েটাই বাকি। কিন্তু এ বিয়ে না করার জন্য ক্যাটকে পরামর্শ দিলেন রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন।

জানা গেছে, সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে পর্দার অন্তরালের মজার ভিডিও অংশগ্রহণের প্রস্তাব দিলে সানন্দে রাজি হন দীপিকা। এর অংশ হিসেবে তার কাছে জানতে চাওয়া হয়েছিলো, ক্যাটরিনা কাইফকে কী পরামর্শ দেবেন? দীপিকা চটজলদি বলে ফেলেন, ‘রণবীর কাপুরকে বিয়ে করবে না!’

মজার ভিডিওর জন্য কথাটি বললেও নিন্দুকরা ধরে নিচ্ছেন, এটা দীপিকার মনের কথা। এদিকে রণবীরের সঙ্গে বাগদানের গুজব উড়িয়ে দিয়েছেন ক্যাটরিনা। তিনি বলেন, ‘কোত্থেকে এসব আজেবাজে খবর রটে কে জানে!’

বাংলাদেশ সময় : ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।