ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছক্কা পেটাবেন ঐশ্বরিয়া রাই!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
ছক্কা পেটাবেন ঐশ্বরিয়া রাই! ঐশ্বরিয়া রাই বচ্চন

মাতৃত্বের কারণে নেওয়া বিরতি ভেঙে এ বছর প্রত্যাবর্তন করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একথা অনেকেই জেনে গেছেন।

সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জজবা’ আর করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি দুটিতে তার কাজ করার খবরও জানাজানি হয়েছে। এবার আরও চারটি ছবি হাতে নেওয়ার কথা জানালেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।

‘জজবা’ আর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির পরপরই সেগুলোতে অভিনয়ের জন্য সই করে ফেলেছেন ঐশ্বরিয়া। সব ছবির দৃশ্যায়ন শুরু হয়ে যাবে এ বছর। তাই ২০১৫ তার কাটবে প্রচন্ড ব্যস্ততায়। টানা ছয়টি ছবির মাধ্যমে ছক্কা পেটানোর জন্য পুরোপুরি প্রস্তুত অভিষেক বচ্চনের এই ঘরণী।

২০১০ সালে সর্বশেষ সঞ্জয়লীলা বানসালির ‘গুজারিশ’ ছবিতে অভিনয় করেন ঐশ্বরিয়া। এতে তার সহশিল্পী ছিলেন হৃতিক রোশন।

* ‘গুজারিশ’ ছবির গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

** বিকিনি বাদ পড়ায় খুশি ঐশ্বরিয়া
** ছাঁটা চুলে নতুন ঐশ্বরিয়া
** সবচেয়ে সফল বিশ্বসুন্দরীর সম্মান পেলেন ঐশ্বরিয়া
** ঐশ্বরিয়ার সঙ্গে রণবীর-আনুশকা
** ঐশ্বরিয়া-অভিষেক এখন ওপার বাংলায়
** নতুন জুটি আমির ও ঐশ্বরিয়া
** হ্যাঁ বলে রেখেছেন ঐশ্বরিয়া
** ফের শাহরুখ-ঐশ্বরিয়া রসায়ন
** আমার চেয়েও ভালো বাংলা বলে ঐশ্বরিয়া : অভিষেক বচ্চন
** ঐশ্বরিয়ার নায়ক ইরফান
** আবারো একসঙ্গে হৃতিক-ঐশ্বরিয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।