ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইটেম গানের দর্শক অপু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
আইটেম গানের দর্শক অপু অপু বিশ্বাস / ছবি: নুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এফডিসির তিন নম্বর ফ্লোর। আইটেম গানের জন্য তৈরি হয়েছে জমকালো সেট।

চারপাশে লাল-নীল রঙের আলোকছটা এসে পড়েছে মঞ্চে। সেখানে চটুল কথার গানে নাচছেন অমিত হাসান ও বিপাশা কবির। একটু পরেই দেখা গেলো দর্শকসারিতে এসে বসেছেন অপু বিশ্বাস।

এটি মনতাজুর রহমান আকবরের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘মাই ডার্লিং’ ছবির দৃশ্য। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। কাহিনীর এক পর্যায়ে আইটেম গানের আসরে হাজির হতে দেখা যাবে অপুকে। তাই অমিত আর বিপাশা নাচলেও মধ্যমণি ছিলেন তিনিই।

জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর থেকে এ ছবির কাজ শুরু হয়েছে। মাহিন ফিল্মসের ব্যানারে নির্মিত এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন প্রবীর মিত্র, রেহানা জলি ও কাবিলা।

বাংলাদেশ সময় : ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।