ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জিটিভিতে বিশ্বকাপ ক্রিকেট সরাসরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
জিটিভিতে বিশ্বকাপ ক্রিকেট সরাসরি

বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসরের খেলা সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল জিটিভি (গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড)।

আগামী ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মাঠে গড়াবে বিশ্বকাপ ক্রিকেট।

২৯ মার্চ এই আসরের পর্দা নামবে অস্ট্রেলিয়ায়। দুই দেশের ১৪টি মাঠে অনুষ্ঠিত হবে ৪৯টি ম্যাচ। এর মধ্যে ৩৬টি ম্যাচ সরাসরি দেখাবে জিটিভি।

পুরো আসরে রয়েছে ৪২টি গ্রুপ পর্বের ম্যাচ, চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দুটি সেমি ফাইনাল এবং সবশেষে ফাইনাল।

খেলা সম্প্রচারের পাশাপাশি জিটিভিতে থাকছে ক্রিকেট নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে আলাপচারিতার অনুষ্ঠান ‘ক্রিকেট এক্সট্রা’। প্রতিদিনের ম্যাচ তারা পর্যালোচনা করবেন, সঙ্গে থাকবেন বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ।

বাংলাদেশ সময় : ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।