ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীর কাপুরকে বিয়ে করতে চান দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রণবীর কাপুরকে বিয়ে করতে চান দীপিকা! রণবীর কাপুর ও দীপিকা

প্রথমে ক্যাটরিনা কাইফকে বারণ করলেন রণবীর কাপুরকে বিয়ে করতে। এবার নিজেই প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীরকে বিয়ে করতে চাইলেন দীপিকা!

না, অতটা ঘাবড়ানোর মতো কিছু নেই।

আসলে পুরোটাই দীপিকা বলেছেন মজা করে। স্টার গিল্ড অ্যাওয়ার্ড ২০১৫-র অনুষ্ঠানের মঞ্চে দীপিকাকে জিজ্ঞেস করা হয় যে ক্যাটরিনাকে তিনি কী উপদেশ দিতে চান। তখনই হাসতে হাসতে দীপিকা রণবীরকে বিয়ে করতে বারণ করেন ক্যাটকে।

আয়োজিত আরও একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকার কাছে জানতে চাওয়া হয় যে তিনি ক্যাটরিনা কাইফ হলে, তাঁর নিউ ইয়ার রেজোলিউশন কী হত? সেখানে আবার দীপিকা জানিয়েছেন যে তিনি ক্যাট হলে রণবীরকে বিয়ে করে নিতেন।

এদিকে গত বছর ৩০ ডিসেম্বরই লন্ডনে রণবীর-ক্যাটরিনা আংটি বদল পর্ব সেরেছেন। আর তারপর থেকেই ক্যাটরিনার রিং ফিঙ্গারে নতুন একটি আংটি দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।