ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাভেদের জন্মদিনে শাবানার কবিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
জাভেদের জন্মদিনে শাবানার কবিতা শাবানা আজমি ও জাভেদ আখতার

বলিউডের গীতিকার ও সুরকার জাভেদ আখতার ১৭ জানুয়ারি ( শনিবার) ৭০ বছরে পা দেবেন। আর তার এবারের জন্মদিন পালন করা হবে একেবারেই ঘরোয়া ভাবে।



জন্মদিনের চমক হিসেবে থাকবে প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমির লেখা কিছু কবিতা, যা তিনি  তার স্বামীকে উপহার দেবেন।

জাভেদ আখতারের পুত্র ও অভিনেতা ফারহান আখতারের লোনাভলার খামারবাড়িতেই আয়োজন করা হবে জন্মদিনের পার্টি।

জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবারের সদস্যরা ও প্রযোজক রিতেশ সিধওয়ানি ও পরিচালক রিমা কাগতির মত কাছের বন্ধুরা।  
ফারহান ও তার বোন জয়া আখতার দুজনে এ অনারম্বর জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছেন।


পার্টি নিয়ে অভিনেত্রী শাবানা আজমি বলেছেন, আমাদের মধ্যে অনেকে একদিন আগেই পৌঁছে যাবেন। পরিবারের বাকি সদস্যরা ১৭ জানুয়ারি অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, অনুষ্ঠানের জায়গাটা খুব সুন্দর আর আমরা ওখানে অনেক আনন্দ করতে যাচ্ছি।

খাবারের তালিকায় থাকবে জাভেদ আখতারের পছন্দের সবকিছু। এর মধ্যে রয়েছে লক্ষ্ণৌর ঐতিহ্যবাহি  খাবার আওয়াধি।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ১৫,২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।