ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্পেশাল মানুষ মোশাররফ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
স্পেশাল মানুষ মোশাররফ! ‘আমি স্পেশাল মানুষ’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম

মোশাররফ করিম তো অভিনয়ে এমনিতেই স্পেশাল। আবার নতুন করে তাকে কি স্পেশাল হতে হবে ? জানালেন, ‘ভালোবাসা দিবসে এক নায়িকার মন জয়ের জন্য স্পেশাল হতে হচ্ছে আমাকে।

মেয়েদের মন জয় তো সোজা কাজ না। ’

ভালোবাসা দিবসে প্রচার হতে যাওয়া এ নাটকের নামই থাকছে ‘আমি স্পেশাল মানুষ’। প্রাণ নিবেদিত এ নাটকে মোশাররফ করিমের সহশিল্পী থাকছেন প্রভা। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।

১৩ জানুয়ারি উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। মোশাররফ করিম আরো জানালেন, ‘এ নাটকে বাচ্চাদের কাছ থেকেও অনেককিছু শিখছি। কারণ বাচ্চাদের অনেক সাহস। তাদের থেকে সাহস বাড়ানোর ট্রেনিং নিচ্ছি। বাঁকীটা পর্দায় দেখার আমন্ত্রণ রইলো। ’

নির্মাতা জানান, ভালোবাসা দিবসে রাত ১১ টায় বাংলাভিশনে প্রচার হবে ‘আমি স্পেশাল মানুষ’।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।