ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করছেন ইমতু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বিয়ে করছেন ইমতু (বাঁ থেকে) রোমানা হোসেইন শাওন ও ইমতু

মডেলিং, উপস্থাপনা এবং নাটক নিয়েই ব্যস্ততার ফাঁকে বিয়েটাও সেরে ফেলছেন ইমতু। কনের নাম রোমানা হোসেইন শাওন।

আগামী ২৪ জানুয়ারি উত্তরার একটি রেস্তোরাঁয় তার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

ইমতু বাংলানিউজকে বলেন, ‘পারিবারিকভাবেই এ বিয়ে হচ্ছে। ২২ জানুয়ারি পল্টনের একটি হোটেলে গায়ে হলুদের অনুষ্ঠান হবে আমাদের। আমার নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই। ’

ইমতুর জন্মস্থান চট্টগ্রাম। বাবা ওয়াহিদ উল্লাহ ও মা শাহিনা আক্তারের দ্বিতীয় সন্তান তিনি। তার হবু স্ত্রী রোমানার জন্ম নড়াইলে। তিনি মা-বাবার একমাত্র সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন রোমানা। তার বাবা দেলোয়ার হোসেন পেশায় ব্যাংকার। আর ইমতু একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শাথায় পড়াশুনা করেছেন।

বাংলাদেশ সময় : ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।