ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনলাইন টিভিতে ‘পিঁপড়াবিদ্যা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
অনলাইন টিভিতে ‘পিঁপড়াবিদ্যা’ দৃশ্য : পিঁপড়াবিদ্যা

মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ সম্প্রতি দেখা গেছে টিভি পর্দায়। চ্যানেল আইয়ে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে।

আবারও এটি টিভিতে আসছে। তবে স্যাটেলাইট নয়, অনলাইন টিভিতে।

পপকর্ন লাইভ নামের একটি অনলাইন টিভি আত্মপ্রকাশ করেছে মাসখানেক আগে। বিনোদনভিত্তিক এই চ্যানেলটিতে দেখা যায় নাটক, ধারাবাহিক, চলচ্চিত্র, গান। ১৬ জানুয়ারি দুপুর ৩টায় এতে প্রচার হবে ‘পিঁপড়াবিদ্যা’। দেখতে লগ-ইন করতে হবে www.popcornlive.tv।

গত বছরের মুক্তির আগে ও পরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে  ‘পিঁপড়াবিদ্যা’। এতে অভিনয় করেছেন শিনা চৌহান, নূর ইমরান মিঠু, মুকিত জাকারিয়া, মৌ, জি সামদানী ডন প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।