ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কাতারের অনুষ্ঠান টিভি পর্দায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
কাতারের অনুষ্ঠান টিভি পর্দায় গান গাইছেন আলম আরা মিনু ও রফিকুল আলম

সেরাকণ্ঠ প্রতিযোগিতার পঞ্চম আসরের সমাপনী উৎসব হয়েছে কাতারে। সম্প্রতি সেখানকার আল আরাবী স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত হয় সেরা তিন।

বাংলাদেশ থেকে সংগীত, চলচ্চিত্র ও টিভি নাটকপাড়ার অনেক তারকা গিয়েছিলেন ওই অনুষ্ঠানে যোগ দিতে।

ছিলো রফিকুল আলম, সুবীর নন্দী, ফাহমিদা নবী, আবিদা সুলতানা, আইয়ুব বাচ্চু, এস আই টুটুল, মেহের আফরোজ শাওন, কনা, ঝিলিক ও ঝুমার গান। দিতি, চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মিম, সাজ্জাদ, ইমন, তানিয়া আহমেদ, রেসি, নাদিয়া, আজাদ ও নুসরাত ফারিয়া অংশ নেন পরিবেশনায়।

ইজাজ খান স্বপনের পরিচালনায় ধারণকৃত ওই অনুষ্ঠানটি প্রচার হবে ১৬ জানুয়ারি বিকেল ৩টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে।

বাংলাদেশ সময় : ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।