ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবারের গ্র্যামি মাতাবেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
এবারের গ্র্যামি মাতাবেন যারা ম্যাডোনা

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাকর আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৫৭তম আসরে গানে গানে মঞ্চ মাতাবেন ম্যাডোনা। এবার যাদের পরিবেশনায় আলোকিত হয়ে উঠবে আয়োজনটি তাদের মধ্যে সাতবার গ্র্যামীজয়ী মার্কিন এই পপসম্রাজ্ঞীর নামই ঘোষণা করা হয় সবার আগে।

এ নিয়ে পঞ্চমবারের মতো গ্র্যামির ঝলমলে অনুষ্ঠানে তার পরিবেশনা দেখা যাবে।

গতবারও সংগীত পরিবেশন করেছিলেন ম্যাডোনা। এ বছরের ১০ মার্চ ইন্টারস্কোপ রেকর্ডস বাজারে আনবে তার নতুন অ্যালবাম ‘রেবেল হার্ট’। এর কয়েকটি গান গ্র্যামীতে গেয়ে শোনাবেন বলে টুইটারে জানিয়েছেন ৫৬ বছর বয়সী এই তারকা।

এবারের আসরের শিল্পীদের মধ্যে ম্যাডোনাই থাকছেন মূল আকর্ষণ। এ ছাড়া  আয়োজকরা ১৩ জানুয়ারি জানান, আরিয়ানা গ্র্যান্ড, এড শীরান, এরিক চার্চ ও এসি/ডিসি ব্যান্ড সংগীত পরিবেশন করবেন অনুষ্ঠানে। এর মধ্যে এসি/ডিসি, চার্চ ও আরিয়ানা প্রথমবার গ্র্যামিতে গাইবেন।

আগামী ৮ ফেব্রুয়ারি লসঅ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণ করা হবে নানা আয়োজনে।

বাংলাদেশ সময় : ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।