ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাইলির নগ্ন ছবি নিয়ে ঝড়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
মাইলির নগ্ন ছবি নিয়ে ঝড়! মাইলি সাইরাস

আবার খবরের শিরোনামে মাইলি সাইরাস। সেই সঙ্গে সমালোচনারও কেন্দ্রে তিনিই।

ভি সাময়িকীর নতুন সংখ্যায় তার বেশ কয়েকটি নগ্ন ছবি প্রকাশের পর ঝড় উঠেছে। সবটাতেই তার লজ্জাস্থান প্রায় অনাবৃত!

‘ব্যাঙ্গার্জ’ সংগীত সফরে চলাকালে মাইলির নতুন ছবিগুলো তুলেছেন তারই বন্ধু ২২ বছর বয়সী চেইন থমাস। একটি ছবিতে নগ্ন অবস্থায় স্নানঘরে দাঁড়িয়ে আছেন তিনি। এতে শালীনতা বজায় রাখতে সাবানের ফেনা দিয়ে লজ্জাস্থান ঢেকে তাকে চুল ঢাকতে দেখা গেছে গোলাপি তোয়ালে দিয়ে।


অন্য তিনটি ছবিতে মাইলিকে নগ্ন অবস্থায় দেখা গেছে লসঅ্যাঞ্জেলেসের একটি বাগানে। এর মধ্যে একটিতে সুইমিং পুলের কাছে ফুলে ফু দিচ্ছেন তিনি। আরেকটিতে নিজের ওপর জল ছিটিয়ে দিচ্ছেন ২২ বছর বয়সী এই মার্কিন পপতারকা। অন্য ছবিতে বইপত্রে পরিপূর্ণ একটি ঘরে বসে থাকতে দেখা গেছে তাকে। এ সময় শুধু কালো রঙা বুট পরেছিলেন মাইলি। এ ছাড়া একটি ছবিতে কালো রঙা অন্তর্বাস পরেই ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ১৫ জানুয়ারি সাময়িকীটি প্রকাশ হয়েছে।

মাইলি এর আগে ইনস্টাগ্রামে নিজের কয়েকটি নগ্ন ছবি পোস্ট করেছিলেন। কিন্তু ভি সাময়িকীর ছবিগুলো ছাড়িয়ে গেছে সেসব। এগুলো দেখে প্রেমিক প্যাট্রিক শোয়ার্জনেগারের মন্তব্য কেমন ছিলো তা এখনও জানা যায়নি। তবে প্যাট্রিকের বাবা আর্নল্ড শোয়ার্জনেগার নিশ্জয়ই নারাজ।

বাংলাদেশ সময় : ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।