ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনয় ছেড়ে ইউপি নির্বাচনে সোহেল খাঁন

ধামরাই থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
অভিনয় ছেড়ে ইউপি নির্বাচনে সোহেল খাঁন

ধামরাই (ঢাকা): অভিনয় ছেড়ে এবার রাজনীতির মাঠে জনপ্রিয় অভিনেতা মো. সোহেল খাঁন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।



নির্বাচন প্রসঙ্গে অভিনেতা সোহেল খাঁন বাংলানিউজকে বলেন, অভিনয়ের পাশাপাশি এবার স্বতন্ত্র প্রাথী হিসেবে চৌহাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়াবো। চৌহাটবাসী যদি আমাকে যোগ্য নেতা মনে হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করে, তবে এলাকায় উন্নয়নে কাজ করব। রাস্তা-ঘাটের উন্নয়নসহ অসহায়, গরিব-দুখি মানুষের পাশে থাকতে চাই। ইতিমধ্যে এলাকার বিভিন্ন উন্নয়নম‍ূলক কাজে সাহায্যের হাত বাড়িয়েছি, সভা-সেমিনারে অংশ নিয়েছি। ইনশ‍াল্লাহ জনগণ আমাকে ভোট দিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করবে।

বর্তমানে ধামরাই চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোছা. লাভলী আক্তার। চৌহাট ইউনিয়নে ভোটার সংখ্যা নারী পুরুষ মিলিয়ে ১৫ হাজার।

উল্লেখ্য, অভিনেতা সোহেল খাঁন প্রায় এক যুগ আগে মোবাইল সিম কোম্পানি বাংলালিংকের বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন। এরপর তিনি ‘কমন জেন্ডার’, ‘দেশা দ্যা লিডার’ চলচ্চিত্র এবং ‘ফোর টুয়েন্টি ওয়ান’, ‘এমন দেশটি কোথাও পাবে না’ সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।