ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মালালার সঙ্গে যোগ দিলেন আমির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
মালালার সঙ্গে যোগ দিলেন আমির খান আমির খান ও মালালা ইউসুফজাই

মালালা ইউসুফের ডাকে সাড়া দিলেন জনপ্রিয় অভিনেতা আমির খানসহ বলিউডের বেশকিছু তারকা৷ ‘অ্যাকশন/২০১৫’ নাম দিয়ে মালালা শুরু করেছেন নতুন এক ক্যাম্পেইন৷ ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের মঞ্চ থেকে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি৷ সেখানে পরিবেশ রক্ষা, দারিদ্র দূরীকরণ ও আর্ন্তজাতিক সব সমস্যার বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দেন তিনি৷ খবর এনডিটিভি মুভিজের।

আন্তর্জাতিক এই ক্যাম্পেইনের প্রচারে সোস্যাল মিডিয়ার শুরু করা হয়েছে বিশেষ সংবাদ৷ মালালার এই ডাকে সবার আগে সাড়া দিয়েছেন আমির খান৷ আরো যোগ দিয়েছেন অক্ষয় কুমার, সোনম কাপুর, মালাইকা অরোরা খানসহ আরও অনেকে৷

এর মধ্যে এক ধাপ এগিয়ে আমির খান।

তিনি একটি খোলা চিঠি লিখেছেন৷ সেখানে ঠিক এই বিষয়গুলির প্রতিই আলোকপাত করেছেন তিনি৷ জোর দিয়েছেন দেশীয় বিষয়বস্তুর উপর৷ সকলে মিলে একজোট হলে খুব শিগগিরই যে পৃথিবীর বুক থেকে এই অভিশাপগুলোকে দূর করা যাবে, এই বিশ্বাস রাখেন মালালা৷

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।