ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই পেরিয়ে তিন-এ এশিয়ান টিভি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
দুই পেরিয়ে তিন-এ এশিয়ান টিভি

দুই বছর পার করে তিন-এ পা রাখতে যাচ্ছে এশিয়ান টিভি। ১৮ জানুয়ারি চ্যানেলটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।

এদিন এশিয়ান বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে।

রাত ১২টা ১ মিনিটে কেক কেটে নতুন বছরের শুভ সূচনা করবেন এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
গত দুই বছরে এশিয়ান টিভি অনেক উল্লেখযোগ্য অনুষ্ঠান সম্প্রচার করে পেয়েছে দর্শকপ্রিয়তা। সরাসরি গানের অনুষ্ঠান, মুভি বাজার, ইয়াং স্টারস, মিডিয়া ডায়লগ, শুধু ভালোবাসা, সেদিন দুজনে, স্টার অব দ্যা ওয়ার্ল্ড, আনন্দবার্তা, মিউজিক্যাল মুভি, আদার ব্যাপারী, ই-ক্যাফে সহ বেশকিছু নিয়মিত অনুষ্ঠান রয়েছে তাদের। রয়েছে প্রতিদিনের সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ‘সিলভার স্ক্রিন’ ও তারকাদের সঙ্গে আলাপচারিতার অনুষ্ঠান ‘টি ব্রেক’।

প্রচার করছে প্রতিদিনের ধারাবাহিক। জন্মদিন উপলক্ষে রয়েছে ‘এশিয়ান মিউজিক’-এর বিশেষ পর্ব। এছাড়া ‘ফিরে দেখা’য় গেলো দুই বছরের উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলো আরেকবার মনে করিয়ে দেবে দর্শকদেরকে।

বাংলাদেশ সময় : ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।