ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেসক্লাবে চাষী নজরুল ইসলামের স্মরণসভা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
প্রেসক্লাবে চাষী নজরুল ইসলামের স্মরণসভা চাষী নজরুল ইসলাম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী পরিচালক চাষী নজরুল ইসলাম মারা গেছেন গত ১১ জানুয়ারি। তার স্মরণে স্মরণসভা আয়োজন করেছে বাংলাদেশ ডিজিটাল ফিল্ম সোসাইটি।



১৮ জানুয়ারি বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা চাষী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন।

এ স্মরণসভার সভাপতিত্ব করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ডিজিটাল ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট তিনি।

বাংলাদেশ সময় : ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।