ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনয়ে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
অভিনয়ে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ শাহাবুদ্দিন আহমেদ

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ নিজেই ফ্রেমবন্দী হবেন এবার। অভিনয় করবেন চলচ্চিত্রে।

‘ছিন্ন আলো’ নামে নতুন ছবির কাজ শুরু করছেন মাসুদ পথিক। এতে শাহাবুদ্দিন আহমেদ অভিনয় করবেন। ছবিতে তার চরিত্রটিও চিত্রশিল্পীর।

‘ছিন্ন আলো’ নির্মিত হচ্ছে শাহাবুদ্দিন আহমেদেরই একটি চিত্রকর্ম ‘ওয়েডিং’-কে ঘিরে। গল্পে দেখা যাবে, শরীফ নামে ১৩ বছরের এক প্রতিবন্ধী ছেলেকে গ্রাম থেকে শহরে এনে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করানো হয়। একসময় স্কুলটি পরিদর্শনে আসেন প্রখ্যাত এই চিত্রশিল্পী। ছবির গল্প লিখেছেন মাহবুবুল হক শাকিল ও মাসুদ পথিক। আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়।

মাসুদ পথিক বাংলানিউজকে জানিয়েছেন, মার্চের শেষ সপ্তাহে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।

বাংলাদেশ সময় : ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।